ad720-90

এলো নোকিয়ার নতুন ফ্ল্যাগশিপ ফোন


নোকিয়া ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্স৭১ উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। মঙ্গলবার তাইওয়ানে উন্মোচন করা হয় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং হোল-পাঞ্চ পর্দার এই ডিভাইসটি।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েড ৯ পাইচালিত ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। সঙ্গে রয়েছে ছয় গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ডএবল স্টোরেজ সুবিধা।

৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং কার্ল জেইস-এর ট্রিপল ক্যামেরা ব্যবস্থা রয়েছে এক্স৭১ ডিভাইসটিতে। আর ৬.৩৯ ইঞ্চির এফএইচডি+ রেজুলিউশানের হোল-পাঞ্চ পর্দা রাখা হয়েছে এতে। তবে, ডিভাইসটির হোল-পাঞ্চ রাখা হয়েছে পর্দার বাম দিকে, স্যামসাংয়ের মতো ডান দিকে নয়।

চলতি বছর ভালো জনপ্রিয়তা পেয়েছে সনির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এবার নতুন এক্স৭১ দিয়ে স্যামসাং এবং হুয়াওয়ের `মিডরেঞ্জ’ বা মাঝারি ক্ষমতার স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে যাচ্ছে নোকিয়া।

বলা হচ্ছে, বা মাঝারি ক্ষমতার নতুন এই ডিভাইসটির বাজার মূল্য শুরু হবে ৩৮৫ মার্কিন ডলার থেকে। ৩০ এপ্রিল বাজারে আনা হবে ডিভাইসটি।

পশ্চিমা দেশগুলোতে নোকিয়া ৮.১ প্লাস নামে ডিভাইসটি বাজারে আনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar