ad720-90

ইবুক বিক্রি বন্ধ করলো মাইক্রোসফট


সেবা বন্ধ করায় মাইক্রোসফটের মাধ্যমে কোনো ইবুক কেনা, ভাড়া নেওয়া বা প্রি-অর্ডার করতে পারবেন না গ্রাহক।

মঙ্গলবার মাইক্রোসফটের সাপোর্ট পেইজে বলা হয়, “২ এপ্রিল, ২০১৯ হতে বন্ধ হয়েছে মাইক্রোসফট স্টোরের ইবুক শ্রেণি। দুর্ভাগ্যবশত চলতি বছরের জুলাই থেকে আর আপনার ইবুকগুলো পড়তে পারবেন না।”

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট স্টোরের লক্ষ্য আরও সুনির্দিষ্ট করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইবুক শ্রেণি বন্ধ হলেও যেসব গ্রাহক ইতোমধ্যেই ইবুক ভাড়া নিয়েছেন তারা ভাড়ার সময়সীমা পর্যন্ত বইটি পড়তে পারবেন বলেও জানানো হয়েছে।

যেসব গ্রাহক কোনো ইবুকের জন্য প্রি-অর্ডার করেছেন সেগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর এর জন্য কোনো মূল্যও নেওয়া হচ্ছে না।

“আপনার কেনা সব বইয়ের জন্য আপনি পুরো অর্থ ফেরত পাবেন। আমরা আপনাকে অন্যান্য ডিজিটাল বই স্টোরে প্রি-অর্ডার করার পরামর্শ দিচ্ছি,”– মাইক্রোসফট।

জুলাই থেকে গ্রাহকের মূল লেনদেন ব্যবস্থার মাধ্যমেই অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar