ad720-90

প্রথমবারের মতো উড়লো স্পেসএক্স-এর স্টারশিপ রকেট


টুইট বার্তায় মাস্ক বলেন, “স্টারহপার প্রথম উড্ডয়ন শেষ করেছে। সব ব্যবস্থা সবুজ সংকেত পেয়েছে।”

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্টারশিপ রকেট বানানোর প্রাথমিকধাপে রয়েছে স্পেসএক্স। ‘সুপার হেভি’ নামের বিশাল বুস্টারযুক্ত স্টারশিপ রকেট ব্যবহার করে চাঁদ, মঙ্গল গ্রহসহ অন্যান্য গ্রহে ১০০ জন পর্যন্ত যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

পুরোপুরি পুনব্যবহারযোগ্য করেই বানানো হচ্ছে রকেটটির উৎক্ষেপণ ব্যবস্থা। রকেট নিয়ে মাস্কের লক্ষ্য পূরণ করতে প্রয়োজনীয় নকশা এবং প্রযুক্তির মূলে থাকবে স্টারশিপের ‘হপার’ সংস্করণটি। মহাকাশ যাত্রাকে সাধারণ প্লেনে ভ্রমণের মতো করাই মাস্কের লক্ষ্য।

স্টারশিপ রকেটের জন্য র‍্যাপটর নামে পরবর্তী প্রজন্মের ইঞ্জিনও বানাচ্ছে স্পেসএক্স। প্রোটোটাইপ স্টারশিপে ব্যবহার করা হয়েছে একটি র‍্যাপটর ইঞ্জিন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar