ad720-90

মহাকাশে নজরদারি বাড়াতে ৫টি মিলিটারি স্যাটেলাইট পাঠাবে ইসরো


প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নে গতি আনতে নয়া উদ্যোগ ইসরোর৷ ইসরো তৈরি করছে উন্নত প্রযুক্তির মিলিটারি স্যাটেলাইট৷ এবছরই এই স্যাটেলাইটগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে৷ এই ধরণের পাঁচটি উপগ্রহ তৈরি করা হচ্ছে বলে খবর৷

উপগ্রহগুলি কক্ষপথে স্থাপন করার পর ভারতের প্রতিরক্ষা গবেষণায় বিশেষ সাহায্য হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ সূত্রের খবর এর ফলে মহাকাশে নজরদারি বাড়ানো যাবে৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায় একে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাসেটস ইন স্পেস৷

চারটি নতুন সিরিজের রিস্যাট স্যাটেলাইট ও একটি উন্নত প্রযুক্তির কারটোস্যাট-৩ স্যাটেলাইট নিয়ে আসতে চলেছে ইসরো৷ উল্লেখ্য, ২০১৬ সালে যে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়, তার পরিকল্পনা তৈরি করতে ব্যবহার করা হয়েছিল পুরোন রিস্যাট সিরিজের স্যাটেলাইটের পাঠানো ছবি৷

এর আগে, স্পেস এজেন্সি একই বছরে সর্বাধিক দুটি মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করতে পেরেছিল৷ তবে সেই রেকর্ড ভেঙে এবছর পাঁচটি মিলিটারি স্যাটেলাইট পাঠাতে চলেছে ভারত৷ এর ফলে পাকিস্তান ও চীন সীমান্তে নজরদারি করার সুবিধা আরও বাড়বে৷ সহজে চিহ্নিত করা যাবে প্রতিবেশি দেশের সেনার অবস্থান ও কার্যকলাপ৷ ভারত মহাসাগরে চীনা দখলদারি রুখতেও এই উপগ্রহের তথ্য কাজে আসবে ভারতের৷

টাইমস অফ ইণ্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে ইসরোর চেয়ারম্যান কে শিভন বলেন ৩৩টি লক্ষ্য রয়েছে ইসরোর সামনে৷ এর মধ্যে রয়েছে উপগ্রহ, রকেট লঞ্চ৷ মে মাসের মাঝামাঝি সময়ে PSLV-C46 রকেট রিস্যাট-২বি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে৷ জুনের চতুর্থ সপ্তাহে PSLV-C47 লঞ্চ করবে কার্টোস্যাট-৩ স্যাটেলাইট৷ এছাড়াও জুলাই ও নভেম্বরে আরও উপগ্রহ লঞ্চ করা হবে৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar