ad720-90

২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদ


নিউজ টাঙ্গাইল ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভোটার তালিকা হালনাগাদ স্থগিত ছিল। আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে।নির্বাচন কমিশন (ইসি) নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন। ১৩ মে (সোমবার) তথ্য সংগ্রহের কাজ শেষ হলে ওয়ার্ডে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ নেয়া হবে স্মার্ট ভোটার আইডি কার্ডের জন্য। এরপর ২০২০ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

সোমবার(৮ এপ্রিল) কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসি যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান। তিনি বলেন, এবার মোট চার বছরের তথ্য নেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। তবে তিন বছরের নাকি চার বছরের তথ্য নেয়া হবে, সে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কমিশন।পরিকল্পনা অনুযায়ী, চার বছরের তথ্য নিলে ২০০৪ সালের ১ জানুয়ারির আগে যারা জন্ম নিয়েছেন তাদের তথ্য নেয়া হবে। আর তিন বছরের তথ্য নিলে ২০০৩ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে, তাদের তথ্য নেয়া হবে। এক্ষেত্রে ২০১৯ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তালিকায় যুক্ত করা হবে আগামী বছর। এরপর ২১, ২২ ও ২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবেন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar