ad720-90

বিছানার দুই পাশে দুই তাপমাত্রা!


ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে বলা হয়, বিছানাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দুই পাশের তাপমাত্রা এবং বিছানা কতোটা নরম হবে তা ঠিক করা হবে।

ব্রাইট প্রধান জন টম্পেইন বলেন, “প্রত্যেকেই আলাদাভাবে ঘুমায় এবং প্রত্যেকের ঘুম এক রাত থেকে আরেক রাতে আলাদা। একটি সাধারণ গদি প্রতিটি মানুষের জন্য প্রতি রাতে কাজ করবে এটি অযৌক্তিক।”

বিছানাটিতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সেন্সর, যা সারারাত ধরে গ্রাহকের ঘুমের মান, ভর বিতরণ, চাপের কেন্দ্র এবং ঘুমের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে।

এই পরিমাপগুলো নিয়ে বিছানাটি নীরবে তাপমাত্রা, কোমলতা এবং গ্রাহকের আরাম নিশ্চিত করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিছানার সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো, এটি দুই পাশের দুই ব্যক্তির জন্য আলাদাভাবে আরাম ও তাপমাত্রা ঠিক করে।

ব্রাইটের প্রধান ঘুম বিজ্ঞান পরামর্শক ড. ম্যাট ওয়াকার বলেন, “গবেষণায় দেখা গেছে, আপনি যদি কারও ঘুমের প্রথম দুই সাইকেলে শরীরের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দেন, তাহলে তার ঘুমের গভীরতা ৪০ শতাংশ পর্যন্ত বাড়বে।”

“প্রত্যেক মানুষের চাহিদা ও তাদের ঘুম কার্যকর করার ক্ষমতা রয়েছে প্রযুক্তির।”

স্মার্ট এই বিছানার বাজার মূল্য বলা হয়েছে ৫৯৫০ মার্কিন ডলার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar