ad720-90

মূল ফেইসবুক অ্যাপে ফিরতে পারে মেসেঞ্জার


মেসেঞ্জারকে আবারও ফেইসবুকের মূল অ্যাপে ফিরিয়ে আনলে একটি অ্যাপ থেকেই বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির দুটি সেবাই ব্যবহার করা যাবে।

এই পরিবর্তনের ক্ষেত্রে ফেইসবুক অ্যাপে থাকা মেসেঞ্জার বাটনকেই ব্যবহার করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

পরবর্তীতে আরেক টুইট পোস্টে অং বলেন, এই চ্যাটিং সেকশনে মেসেঞ্জারের সীমিত কিছু ফিচার থাকবে। এর মাধ্যমে বার্তা আদান প্রদান করা গেলেও কল করা, ছবি পাঠানো বা বার্তায় প্রতিক্রিয়া জানাতে মেসেঞ্জার অ্যাপ খুলতেই হবে গ্রাহককে।

মেসেঞ্জার একত্রিত করা হলেও  প্রতিটি সেবার জন্য আলাদা অ্যাপ রাখারও পরিকল্পনা রয়েছে ফেইসবুকের। মেসেঞ্জারের ক্ষেত্রেও এমনটা হবে বলে জানিয়েছেন অং। ফেইসবুকের মূল্য অ্যাপের বাইরের গ্রাহকদের জন্য এটি রাখা হবে।

ফেইসবুকে মেসেঞ্জার ফিচারের স্ক্রিনশটও দিয়েছেন অং। সাদার আদলে নতুন করে নকশা করা হয়েছে বিভাগটি।

কবে নাগাদ ফেইসবুকে এই সেকশনটি যোগ করা হবে নিশ্চিত করে বলা হয়নি।

২০১১ সালে একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে মেসেঞ্জার চালু করেছিল ফেইসবুক। ২০১৪ সালে ফেইসবুকের মূল অ্যাপ থেকে মেসেঞ্জারের কার্যকারিতা সরিয়ে দেওয়া হয়। এর প্রায় অর্ধযুগ পর ফেইসবুক তার সব সেবা মূল প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে, এরই অংশ হিসেবে আনা হচ্ছে এই পরিবর্তন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar