ad720-90

উইন্ডোজ ১০-এ পেইন্ট ‘থাকছে’


উইন্ডোজ ১০ থেকে পেইন্ট অ্যাপ সরাতে অনেক দিন ধরেই গ্রাহককে সতর্ক করে আসছে মাইক্রোসফট। এবার মে ২০১৯ আপডেট (১৯০৩) থেকে বার্তাটি সরিয়ে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

মাইক্রোসফট উইন্ডোজের জেষ্ঠ্য প্রকল্প ব্যবস্থাপক ব্র্যান্ডন ল্য’ব্লঁ বলেন, “হ্যাঁ, ১৯০৩-তে এমএসপেইন্ট থাকবে। এখনকার জন্য উইন্ডোজ ১০-এ এটি থাকছে।”

কেনো উইন্ডোজ ১০ আপডেট থেকে সতর্ক বার্তাটি সরানো হয়েছে সে বিষয়ে কিছু বলেননি ল্য’ব্লঁ। কিন্তু খুব শীঘ্রই উইন্ডোজ ১০ থেকে পেইন্ট সরছে না এটি নিশ্চিত করে বলাই যায়।

পেইন্ট অ্যাপটি সক্রিয় ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মধ্যে না থাকায় এটি বাতিল করার জন্য চিহ্নিত করে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ থেকে সরিয়ে মাইক্রোসফট স্টোরে ডাউনলোডএবল অ্যাপ হিসেবে এটি রাখতে চেয়েছিল প্রতিষ্ঠানটি।

এমএস পেইন্ট-এর বেশিরভাগ মূল ফিচার আরও উন্নত ৩ডি অ্যাপে যোগ করার কথা রয়েছে। গ্রাহককে পেইন্ট ৩ডি অ্যাপ ব্যবহারে উদ্বুদ্ধ করতেই এমনটা করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar