ad720-90

যুক্তরাষ্ট্রে ড্রোন সরবরাহ সেবার অনুমোদন পেলো গুগল


গুগলের
মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট মালিকানাধীন উইংয়ের পক্ষ থেকে বলা হয় স্থানীয় দোকান থেকে
খাবার এবং ওষুধ সরবরাহ করবে ড্রোন — খবর বিবিসি’র।

অনুমোদন
পেতে প্রতিষ্ঠানটিকে প্রমাণ করতে হয়েছে যে, গাড়িভিত্তিক পণ্য সরবরাহের তুলনায় ড্রোন
পথচারীর জন্য কম ঝুঁকিপূর্ণ।

অন্যান্য
প্রতিষ্ঠানও ড্রোন দিয়ে পণ্য সরবরাহ সেবা পরীক্ষার অনুমোদন পেয়েছে। কিন্তু প্রথম প্রতিষ্ঠান
হিসেবে ‘এয়ারলাইন’ স্বীকৃতি পেয়েছে উইং। এতে ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুমোদন
পাওয়া সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন
‘এয়ারলাইন’ স্বীকৃতি দেওয়ায় প্লেনের জন্য প্রযোজ্য নীতিমালার আওতায় পড়বে উইং। এর ফলে
অন্যান্য ড্রোনভিত্তিক সরবরাহ প্রতিষ্ঠানের চেয়ে বেশি দূরত্বে উড্ডয়ন এওং পণ্য সরবরাহ
করতে পারবে প্রতিষ্ঠানটি।

চলতি
মাসের শুরুতে উইংকে ড্রোন সরবরাহ সেবা চালুর অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়ার সিভিল এভিয়েশন
সেইফটি অথোরিটি। প্রাথমিকভাবে দেশটিতে কফি এবং আইসক্রিম শপের সঙ্গে অংশীদারিত্ব করেছে
উইং।

অবশ্য
ড্রোনের শব্দ নিয়ে ইতোমধ্যে অভিযোগও করেছেন দেশটির রাজধানী ক্যানাবেরার বাসিন্দারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar