ad720-90

উবারে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে পেইপাল


শুক্রবারই আইপিও চালুর শর্তাবলী প্রকাশ করেছে উবার। প্রতিষ্ঠানটির আইপিও মূল্যের ওপরই ব্যক্তিগত বিনিয়োগ করবে পেইপাল– খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

লজিস্টিকস এবং যাতায়াত সেবায় ‘সুপারঅ্যাপ’ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিষ্ঠানটির আর্থিক সেবা থাকাটা জরুরি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

সুপারঅ্যাপ হলো এমন ধরনের অ্যাপ্লিকেশন যেখানে গ্রাহকরা যাতায়াত, কেনাকাটা এবং লেনদেনের মতো অনেক সেবা একসঙ্গে পান। যারা শুধু একটি ব্যবসা বা সেবা দিয়ে থাকেন তাদের চেয়ে এধরনের প্রতিষ্ঠানগুলো বেশি আকর্ষণীয় বলেও জানানো হয়েছে।

আইপিওতে প্রতিষ্ঠানের প্রতি শেয়ারের মূল্য ৪৪ থেকে ৫০ মার্কিন ডলার রাখার পরিকল্পনা করছে উবার। এতে প্রতিষ্ঠানের বাজার মূল্য হবে ৮৪০০ কোটি মার্কিন ডলার।

আইপিওতে প্রায় এক হাজার কোটি মার্কিন ডলারের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

বিনিয়োগের ব্যাপারে জানতে সিএনবিসি’র পক্ষ থেকে উবার এবং পেইপালের সঙ্গে যোগাযোগ করা হলে মন্তব্য করেনি কোনো প্রতিষ্ঠানই।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar