ad720-90

ভাঁজ করা স্মার্টফোন আনবে গুগল?


গুগলের ভাঁজ করা স্মার্টফোনের ধারণা। ছবি: গুগলের সৌজন্যে।স্মার্টফোন দুনিয়ায় এখন চলছে ফোল্ডেবল বা ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোনের প্রতিযোগিতা। ইতিমধ্যেই ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং, হুয়াওয়েসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এরই মধ্যে পর্দায় ত্রুটির কারণে গ্যালাক্সি ফোল্ডের সরবরাহ বিলম্বও করেছে স্যামসাং। গুগল পিছিয়ে থাকবে কেন? এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফোল্ডেবল স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে গুগল।

গত মঙ্গলবার গুগলের বার্ষিক ডেভেলপারদের সম্মেলনে এ কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে ফোল্ডেবল ফোন সমর্থন করবে বলে ঘোষণাও দিয়েছে। তবে এখনই বাজারে আসবে না পিক্সেল ব্র্যান্ডের ফোল্ডেবেল স্মার্টফোন।

গুগলে কর্তৃপক্ষ বলেছে, ফোল্ডেবল প্রযুক্তি এবং ভাঁজ করা পর্দার প্রোটোটাইপ নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে তারা। তবে এ ফোন বাজারে আনতে তাদের তাড়াহুড়া নেই।

প্রযুক্তি সাইট সিনেটকে গুগলের পিক্সেল স্মার্টফোন বিভাগের প্রধান মারিও কুইরোজ বলেন, ‘ভাঁজ করা প্রযুক্তিটির প্রোটোটাইপ নিয়ে কাজ করছি। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো পণ্যের ঘোষণা দেওয়ার সময় আসেনি।’

কুইরোজ বলেছেন, এখনো ফোল্ডেবল ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত নয় গুগল। ফোল্ডেবল ফোন জনপ্রিয়তা পেতে এখনো কয়েক বছর সময় লাগবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি গুগলের ফোল্ডেবল প্রোটোটাইপ ফোনের পেটেন্ট সামনে এসেছিল। তখন থেকেই ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় জল্পনাকল্পনা শুরু হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar