ad720-90

Boya M1 Best Microphone For Youtuber And Blogger | 1000 Taka Only [Full Bangla Review]


আসসালামুআলাইকুম বন্ধুরা, আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে। আমরা জানি যে ইউটিউবে ভিডিও এর সাউন্ড কোয়ালিটি টা ভালো হওয়া কত গুরুত্বপুর্ণ। মানে হচ্ছে আপনার ইউটিউব এর ভিডিও তে যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনার সেই ভিডিও কেউ দেখবে না বা সে ভিডিও দেখতে গিয়ে আপনার ভিউয়াররা বিরক্তবোধ করবে যার ফলে আপনার সাবস্ক্রাইব কমে যাবে অথবা সে ব্যক্তি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না। ইউটিউব এর ভিডিও তৈ্রীতে মাইক্রোফোন একটি বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে টিউটোরিয়াল এবং ব্লগ ভিডিও গুলোতে মাইক্রোফোন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো মাইক্রোফোন না হলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি মাইক্রো ফোনের রিভিউ করব যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং মাইক্রোফোন এর দাম অনেক কম। তাহলে চলুন আগে আমরা মাইক্রোফোনটি স্পেসিফিকেশন টা দেখে আসি…

Boya M1 Microphone Specifications (1000 Taka Only)
★ Transducer: Electret Condenser
★ Frequency Range: 65Hz ~ 18 KHz
★ Polar pattern: Omnidirectional
★ Signal/Noise: 74dB SPL
★ Sensitivity: -30dB +/- 3dB / 0dB=1V/Pa, 1 kHz
★ Output Impedance: 1000 Ohm or less
★ Connector: 3.5mm (1/8”) 4-pole gold plug
★ Battery Type: LR44
★ Dimensions: Microphone: 18.00mmH x 8.30mmW x 8.30mmD
★ Cable: 6.0m
★ Microphone: 2.5g
★ Power Module: 18g
★ Prize: 1000 Taka Only
Review
মাইক্রোফোনটির একটি বিশেষত্ব হচ্ছে, মাইক্রোফোনটি ব্যাকগ্রাউন্ড নয়েজ কে প্রায় অনেকটা রিমুভ করে আপনার নিজের সাউন্ড কে সুন্দর ভাবে রেকর্ড করে। এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা অডিও খুব একটা এডিট করা লাগে না। এছাড়া আপনি এই মাইক্রোফোনটি আপনার Smartphone, Computer, DSLR, Audio recorders ইত্যাদি ডিভাইসগুলোতে ব্যবহার করতে পারবেন। মাইক্রোকোনটির সাথে আপনাকে অনেক লম্বা একটি কেবল/তার [6-meter (20”) cable with 3.5mm 4-pole gold plug] দেওয়া হচ্ছে যার ফলে আপনি আপনার ক্যামেরা/ডিভাইস থেকে অনেক দূর পর্যন্ত মাইক্রোফোনটিকে নিয়ে গিয়ে ভিডিও এর সাথে সাউন্ড রেকর্ড করতে পারবেন। মাইক্রোফোনটির একটি বিশেষত্ব আছে মাইক্রোফোনটি প্রায় সব ধরনের স্মার্টফোন কে সাপোর্ট করে যার ফলে আপনি যেকোনো ধরনের স্মার্টফোনের এই মাইক্রোফোনের ব্যবহার করতে পারবেন। মাত্র এক হাজার টাকা দামে এত ভাল মাইক্রোফোন পাওয়া যায় না। বেশিরভাগ ইউটিউবার এই মাইক্রোফোনটি ব্যবহার করে ভিডিও তৈরি করে। তাই আমি বলব এই মাইক্রোফোনটা আপনাকে নেওয়ার জন্য এই মাইক্রোফোনটি নিয়ে আপনি অনেক ভালো সাউন্ড রেকর্ড করতে পারবেন।

মাইক্রোফোনটি কিনতে এখানে ক্লিক করুন

 

এ রকম আরো পোস্ট পেতে আমার ওয়েভসাইটটি থেকে ঘুরে আসতে পারেন

বন্ধুরা আজকে এই পর্যন্তই আজকের পোস্টটি আশা করি আপনাদের কাজে লাগবে। পোস্টটি ভাল লাগলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন আর এরকম আরো পোস্ট পেতে অবশ্যই আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

The post Boya M1 Best Microphone For Youtuber And Blogger | 1000 Taka Only [Full Bangla Review] appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar