ad720-90

নতুন বছরের শুরুতেই আসতে পারে ফেইসবুকের ক্রিপ্টোকারেন্সি


আগের মাসেই ব্যাংক অফ ইংল্যান্ড-এর গভর্নর মার্ক কার্নেইয়ের সঙ্গে কথা সেরেছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। এছাড়া, গ্রাহককে কম খরচে অর্থ আদান প্রদানে সহায়তা করতে ওয়েস্টার্ন ইউনিয়নের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কথা বলা হয়েছে বলে ধারণা প্রকাশ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষা শুরু হবে গ্লোবালকয়েন-এর। আর ২০২০ সালের প্রথম তিন মাসে প্রায় ডজনখানেক দেশে এই ভার্চুয়াল মুদ্রা চালু করা হবে– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

লেনদেন ও ব্লকচেইন প্রযুক্তির উন্নয়নে সুইজারল্যান্ডে নতুন একটি প্রতিষ্ঠান গঠন করেছে ফেইসবুক। সেখানেই ‘বিটকয়েনের মতো’ ক্রিপ্টোকারেন্সি বানাবে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ফেইসবুকের ডিজিটাল কারেন্সি চালুর প্রয়াশ এবারই প্রথম নয়। ২০০৯ সালে ফেইসবুক ক্রেডিট চালু করেছিল প্রতিষ্ঠানটি, যা দিয়ে অ্যাপের মধ্যে কেনাকাটা করা যেতো। এর থেকে আয়ের ৩০ শতাংশ রাখতো ফেইসবুক।

কিন্তু এই মুদ্রা ব্যবস্থা জনপ্রিয়তা না পাওয়ায় ২০১৩ সালে এটি বন্ধ করে দেয় সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar