ad720-90

ফোল্ডএবল ফোনের বিক্রি পেছালো হুয়াওয়ে


মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের জন্য ডিভাইসটি পুরোপুরি প্রস্তুত করতে এটি নিয়ে বিস্তর পরীক্ষা চালানো হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের ব্যর্থতার পর নিজেদের ফোল্ডএবল ডিভাইস নিয়ে বাড়তি সতর্কতা রাখছে হুয়াওয়ে।

হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, “আমাদের সম্মান নষ্ট হবে এমন কোনো পণ্য আমরা বাজারে আনতে চাই না।”

ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে জটিলতার মধ্যে থাকলেও বর্তমানে প্রতিষ্ঠানের মূল সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন সরকার বাণিজ্যিক নিষেধাজ্ঞা আনায়, প্রতিষ্ঠানের কাছে কোনো প্রযুক্তি বিক্রি বা লাইসেন্স দিতে পারছে না মার্কিন প্রতিষ্ঠানগুল।

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরো সংস্করণের লাইসেন্স বাতিল হওয়ায় সবচেয়ে বেশি জটিলতায় পড়েছে প্রতিষ্ঠানটি। তবে নিষেধাজ্ঞা আসার আগেই মেইট এক্স উন্মোচন হওয়ায় ডিভাইসটিতে থাকার কথা পুরো অ্যান্ড্রয়েড ওএস। তবে এটি নিয়ে এখনও আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

কোনো কারণে যদি মেইট এক্স ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ওএস-এর লাইসেন্স বাতিল করা হয় তবে নিজস্ব মোবাইল ওএস দিয়ে এটি বাজারে আনবে হুয়াওয়ে। কয়েক বছর ধরেই নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম বানাতে কাজ করছে চীনা প্রতিষ্ঠানটি। সামনের ছয় থেকে নয় মাসের মধ্যে অপারেটিং সিস্টেমটি পুরোপুরি প্রস্তুত হবে বলে দাবি করছে হুয়াওয়ে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar