ad720-90

স্মার্টফোন বিক্রি কমেছে চীনে


চীনের বাজারে স্মার্টফোন বিক্রি কমেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসাবে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে অনলাইন বিক্রির অংশীদারিত্ব কমে ২৪ শতাংশ হয়েছে, যেখানে ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে অংশীদারিত্ব ছিল ২৮ শতাংশ। তবে চাহিদা কমে যাওয়ার পাশাপাশি চীনা নববর্ষের ছুটিতে কারখানা বন্ধ থাকার কারণে গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকেই স্মার্টফোন বিক্রিতে নিম্নগামিতা লক্ষ করা যাচ্ছে।

কাউন্টার পয়েন্টের মার্কেট মনিটর রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের বাজারে অনলাইনে স্মার্টফোন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। এ ব্যাপারে কাউন্টার পয়েন্টের গবেষণা বিশ্লেষক মেংমেং ঝ্যাং বলেন, চীনের অনলাইন স্মার্টফোন বাজারে ই-কমার্স সাইট জেডি ডটকম এবং মল ডটকম এখনো শীর্ষস্থানেই রয়েছে। এ দুটি প্লাটফর্ম এখনো অনলাইন স্মার্টফোন মার্কেটপ্লেসের ৭০ শতাংশ দখলে রেখেছে।

তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের বাজার অংশীদারিত্ব কিছুটা কমেছে। এর প্রধান কারণ এ সময়টিতে ই-কমার্সে কোনো উৎসব ছাড় ছিল না, বিপরীতে নববর্ষের মৌসুমের কারণে অফলাইন চ্যানেলে বিক্রি বেশি ছিল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar