ad720-90

আইফোন ছেড়ে স্যামসাং ফোনে যাচ্ছেন গ্রাহক!


পুরানো ডিভাইসের মূল্য যাচাই করে ডিভাইসটি বিক্রি করে নতুন ফোন নিয়ে সহায়তা করে থাকে ব্যাংকমাইসেল নামের ওয়েবসসাইট। এই সাইটের ডেটা অনুযায়ী আইফোন ছেড়ে স্যামসাং ফোন কেনা গ্রাহকের সংখ্যাই বেশি।

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, জুন মাসে আইফোন বিক্রি করে স্যামসাং ডিভাইস কিনেছেন এমন গ্রাহকের সংখ্যা ১৮.১ শতাংশ। জরিপ শুরুর পর থেকেই এটিই সর্বোচ্চ সংখ্যা।

অ্যাপল ব্র্যান্ডের প্রতি গ্রাহক কতোটা বিশ্বস্ত তা যাচাই করতে ২০১৯ সালের অক্টোবর থেকে ৩৮ হাজার গ্রাহকের ডেটা সংগ্রহ করেছে ব্যাংকমাইসেল।

জরিপে দেখা গেছে বারবারই স্যামসাং ফোন কিনছেন এমন গ্রাহকের সংখ্যা অনেক বেশি।

গ্যালাক্সি এস৯ থেকে আইফোন ব্যবহার শুরু করেছেন এমন গ্রাহকের সংখ্যা ৭.৭ শতাংশ। আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেই রয়ে গেছেন এমন গ্রাহকের সংখ্যা ৯২.৩ শতাংশ।

অন্যদিকে আইফোন X ছেড়ে অন্য ব্র্যান্ডের ফোন ব্যবহার শুরু করেছেন এধরনের গ্রাহক রয়েছেন ২৬ শতাংশ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar