ad720-90

যানজটের শহরে আসছে নতুন যান ‘ভোলোকাপ্টার’


লাস্টনিউজবিডি, ২০ জুলাই : পৃথিবীর অনেক বড় বড় শহরে ভয়ানক যানজট হয়ে থাকে। যানজটে সবার নাভিশ্বাস উঠে। যানজট থেকেও সহজে মুক্তি মিলে না। যানজটের সমস্যা নিরসনে বড় বড় শহরগুলোতে ‘ভোলোকাপ্টার’ যান চালুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভোলোকাপ্টার যান চলতে পারবে।
আগামী বছর থেকে দুবাই, সিঙ্গাপুর ও জার্মানিতে কার্বন নিঃসরণমুক্ত ‘ভোলোকপ্টার’ নামক নতুন যান আকাশে উড়বে।

ভোলোকপ্টার ড্রোনের সাহায্যে চলবে। তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাত্রী উঠানো-নামানো পরিচালিত করবে।

জার্মানির একটি প্রতিষ্ঠান ‘ভোলোকপ্টার’ যান তৈরি করেছে। কোম্পানিরও সিইও জানান, আগামী বছর থেকেই বাণিজ্যিকভাবে ‘ভোলোকপ্টার’ যান বিক্রি শুরু করবেন।

ভোলোকপ্টারকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হচ্ছে।

আমরা সবসময় গাড়িতে চালক দেখে অভ্যস্ত। কিন্তু ‘ভোলোকপ্টারে’ কোন চালক থাকবে না। এটি নিজে নিজে যাত্রী উঠা-নামা করবে। নির্মাতা প্রতিষ্ঠান আশা করছে, আগামী ১০ বছরের মধ্যেই ‘ভোলোকপ্টার’ প্রতি ঘণ্টায় এক লক্ষ যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে।

কী ভাবছেন? ‘ভোলোকপ্টারে’ অনেক খরচ? মনে হয়, একমাত্র ধনীরাই এ যান ব্যবহার করতে পারবে। কিন্তু কোম্পানি ভিন্ন কথা জানায়। তারা বলে, বর্তমানে প্রচলিত ট্যাক্সির মতো ভোলোকপ্টারে কম টাকায় ভ্রমণ করা যাবে।

ভোলোকাপ্টারের নিজস্ব ব্যাটারি থাকবে। ব্যাটারির নাম ‘ভোলো-হাবস’। ভোলোকাপ্টারটি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পূর্বে রোবট ভোলোকাপ্টারের ব্যাটারি পরিবর্তন করবে।

ভবিষ্যৎয়ে ঢাকা মহানগরীর ভয়ানক যানজটেও ‘ভোলোকপ্টার’ নামক যান চলবে।
লাস্টনিউজবিডি/ওবায়দুর



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar