ad720-90

লম্বা পর্দার সঙ্গে ছয় জিবি র‍্যাম নতুন পিক্সেলে!


বলা হচ্ছে, নতুন পিক্সেল ৪ স্মার্টফোনে থাকবে আগের চেয়ে লম্বা পর্দা। আর দুইটি ডিভাইসেই থাকবে ছয় গিগাবাইট র‍্যাম– খবর আইএএনএস-এর।

এর আগে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল স্মার্টফোনে চার গিগাবাইট র‍্যামের সঙ্গে রাখা হয়েছিল ৬৪ গিগাবাইট বা ১২৮ গিগাবাইট স্টোরেজ।

বিভিন্ন সূত্র থেকে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, পিক্সেল ৪-এর পেছনে রাখা হবে বর্গাকার ক্যামেরা মডিউল। মডিউলটির মধ্যে দুইটি ক্যামেরা সেন্সর রাখতে পারে গুগল। এ যাবৎ সবগুলো পিক্সেল ডিভাইসে একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটি নিয়ে এমন তথ্যও শোনা গেছে যে, এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ৩ডি ফেইস আনলকিং মডিউল রাখা হবে। ডিভাইসটির নীচের দিকে দুইটি স্পিকার এবং ইউএসবি-সি টাইপ পোর্ট রাখা হতে পারে।

ধারণা করা হচ্ছে, আগের ডিভাইসের মতো নতুন পিক্সেল ৪ ডিভাইসের সামনের দিকে কোনো স্পিকার রাখা হবে না।

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের এই ডিভাইসটিতে চলবে গুগলের নতুন অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar