ad720-90

পক্ষাঘাতগ্রস্থদের এক লাখ স্মার্ট স্পিকার দিচ্ছে গুগল


স্পিকার পাওয়ার যোগ্য মার্কিন বাসিন্দারা ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রধান কার্যালয় রয়েছে ক্রিস্টোফার অ্যান্ড ডানা রিভ ফাউন্ডেশনের। পক্ষাঘাতগ্রস্থ রোগীদের চিকিৎসা এবং প্রতিষেধক বের করাই এই দাতব্য সংস্থাটির কাজ।

শুক্রবার গুগলের ব্লগ পোস্টে ক্রিস্টোফার অ্যান্ড ডানা রিভ ফাউন্ডেশনের দূত গ্যারিসন রেড বলেন, “তাদেরকে সহায়তা করতে এক লাখ গুগল হোম মিনি দিচ্ছে গুগল নেস্ট। কয়েক মাস ধরে আমি নিজের হোম মিনি ব্যবহার করছি, শুধু কণ্ঠ দিয়ে এটি আমাকে আমার পরিবেশ নিয়ন্ত্রণ করতে, আরও স্বাধীনতা দিতে এবং কিছুটা মজা করার সুযোগ করে দেয়।”

গুগল অ্যাসিস্টেন্ট যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক হতে পারে সে বিষয়ে সাম্প্রতিক সময়ে বেশ প্রচারণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। তারই ধারবাহিকতায় এবার এক লাখ স্মার্ট স্পিকার দান করার ঘোষণা দিলো তারা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar