ad720-90

ফ্লাইটে ম্যাকবুক প্রো বহনে মার্কিন নিষেধাজ্ঞা


সম্প্রতি ব্যাটারি ত্রুটির কারণে কিছু মডেলের ম্যাকবুক প্রো ফেরত চেয়েছে অ্যাপল। ডিভাইসগুলোতে আগুন লাগার ঝুঁকি থাকায় ফ্লাইটে এগুলো বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইমেইলে সংস্থাটির এক মুখপাত্র বলেন, “কিছু অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপ ব্যাটারি ত্রুটির কারণে ফেরত চাওয়া হয়েছে, বিষয়টি আমরা জানি। এয়ারলাইনগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।”

চলতি বছরের জুন মাসে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ১৫ ইঞ্চি কিছু ম্যাকবুক প্রো ফেরত নেওয়া হবে। এই ডিভাইসগুলোর ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ইউনিটগুলো বিক্রি করা হয়েছে।

ফ্লাইটে নিষেধাজ্ঞা ব্যাপারে জানতে রয়টার্সের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar