ad720-90

চারটি ক্যামেরার স্মার্টফোন আনছে Realme


যত দিন যাচ্ছে স্মার্টফোনের বাজারে বাড়ছে প্রতিযোগিতা। গত বছর বাজেট ফোনের বাজারে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে ছিল Xiaomi। তবে এ বছর Xiaomi-এর বাজারে অনেকটাই ভাগ বসিয়েছে আরেক চীনা সংস্থা Realme। তা হবে নাই বা কেন। স্পেসিফিকেশনের দিক থেকে শাওমি-সহ অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে রিয়েলমি। এবার স্মার্টফোনের বাজারে আরও এক নতুন চমক আনতে চলেছে তারা। বাজারে প্রথম ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেন্সর-সহ ফোন আনতে চলেছে। ক্রেতা টানতে ফোনের দাম ১০ হাজারের মধ্যেই রাখা হবে বলে জানিয়েছেন রিয়েলমির সিইও। ফোনের নাম Realme 5।

বর্তমান স্মার্টফোনের বাজারের নিরিখে হয়তো ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর খুব একটা বিস্ময়কর নয়। কিন্তু এর আগে কোয়াড ক্যামেরা, অর্থাত্ মোট চারটি রিয়ার ক্যামেরা সেনসরের সমন্বয়ে ক্যামেরা ফোন বাজারে আনেনি কোনও সংস্থা। তার উপর বেস ভেরিয়েন্টের ফোনের দামও রাখা হচ্ছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে।

শুধু তাই নয়, রিয়েলমি ফাইভে থাকছে কোয়ালকোম চিপসেট। এর আগে কোনও স্মার্টফোনে কোয়ালকোম চিপসেট ব্যবহার করা হয়নি বলে দাবি করেন সংস্থার সিইও।

চলতি মাসে ২০ তারিখ লঞ্চ হতে চলেছে রিয়েলমি ফাইভ। ফ্লিপকার্টে ফ্ল্যাশ সেলের মাধ্যমে ফোনের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে। সাধারণ ও প্রো ভেরিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ফাইভ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar