ad720-90

ম্যাপিং সেবা আনছে হুয়াওয়ে


ডেভেলপারদেরকে রাস্তার ন্যাভিগেশন ব্যবস্থার পাশাপাশি গ্রাহককে রিয়েল-টাইম ট্রাফিক আপডেট দেখাবে ম্যাপ কিট। হুয়াওয়ের এক নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে ভার্জের প্রতিবেদনে বলা হয়, অগমেন্টেড-রিয়ালিটি সমর্থন করবে এই ম্যাপিং ব্যবস্থা এবং এটি সরাসরি ভোক্তার ব্যবহারের জন্য এটি আনা হবে না।

রিয়েল-টাইম ট্রাফিক আপডেটের পাশাপাশি লেন পরিবর্তন শনাক্তকারী ফিচার থাকবে ম্যাপ কিটে।

৪০টি ভাষায় উন্মুক্ত করা হতে পারে এই ম্যাপিং সেবা। চলতি বছরের অক্টোবর মাসেই এটি উন্মোচন করা হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।

আগের সপ্তাহে হারমনি ওএস উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট চীনা প্রতিষ্ঠানটি। চীনে এই অপারেটিং সিস্টেমের নাম হবে হংমেং ওএস। অ্যান্ড্রয়েড ওএস-এর ওপর নির্ভরশীলতা কমাতেই এই অপারেটিং সিস্টেম উন্মোচন করে হুয়াওয়ে।

ক্রস-প্ল্যাটফর্ম হওয়ায় স্মার্টফোন এবং ট্যাবলেট ছাড়াও স্মার্ট স্পিকার, অটোমোবিল, কম্পিউটার, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাডের মতো অনেক ডিভাইস চলবে এই অপারেটিং সিস্টেমে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar