ad720-90

প্রথম এআই প্রসেসর আনলো ইনটেল


ইসরায়েলের হাইফাতে
এই প্রসেসরটি বানিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। এটির নাম বলা হয়েছে নির্ভানা
এনএনপি-১ বা স্প্রিংহিল।

প্রতিষ্ঠানের
১০ ন্যানোমিটার আইস লেইক প্রসেসরের গঠনের ওপর ভিত্তি করে বানানো হয়েছে নতুন এআই চিপটি।
ইনটেলের দাবি কম শক্তি খরচ করে বেশি ভারি কাজ করতে পারবে প্রসেসরটি– খবর বার্তাসংস্থা
রয়টার্সের।

ইতোমধ্যেই ফেইসবুক
এই প্রসেসর ব্যবহার করা শুরু করেছে বলে জানিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

হাবানা ল্যাবস
এবং নিউরোব্লেড নামের ইসরায়েলি এআই স্টার্টআপে বিনিয়োগের পরই প্রতিষ্ঠানের প্রথম এআই
পণ্য এসেছে বলেও জানিয়েছে ইনটেল।

চিপ নির্মাতা
প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য বিভাগের মহাব্যবস্থাপক নাভিন রাও বলেন, “ভবিষ্যতে
সব জায়গায় এআইয়ের ব্যবহারের সঙ্গে মানিয়ে নিতে আমাদেরকে বিপুল পরিমাণে ডেটা নিয়ে কাজ
করতে হবে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে যে প্রতিষ্ঠানগুলো যাতে কার্যকরভাবে ডেটা প্রসেস
করতে যা দরকার তা আমরা দিতে পারি এবং ডেটাগুলো যেখানে সংগ্রহ করা হচ্ছে সেখানে প্রসেসর
করা যায়।”

“জটিল এআই অ্যাপ্লিকেশনগুলোর
জন্য এই কম্পিউটারের গতি বাড়ানো দরকার।”- বলেন রাও।

এআই খাতে জটিল
গণনা বাড়তে থাকায় বড় প্রতিষ্ঠানগুলোতে জিওন প্রসেসরকে নতুন চিপটি সহায়তা করবে বলে জানিয়েছে
ইনটেল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar