ad720-90

স্কুলশিক্ষার্থীদের জন্য ‘স্পেস ইনোভেশন ক্যাম্প’ অক্টোবরে


রোববার বাংলাদেশ ইনোভেশন ফোরামের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দেশে প্রথমবারের মতো আয়োজিত এই ক্যাম্প রাজধানীর
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১২ অক্টোবর। 

বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ এই
ক্যাম্পের আয়োজক।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাম্পের আহ্বায়ক আমেনা ইসলাম সিনথিয়া বলেন, ”বাচ্চাদের
মাঝে মহাকাশ বিজ্ঞানকে আরও জনপ্রিয় করা এবং সায়েন্স, টেকনলোজি, ম্যাথমেটিক্স ও ইঞ্জিনিয়ারিং
বিষয়ে বিষদভাবে তাদের কাছে তুলে ধরার জন্য তিন দিনের এই ক্যাম্পের আয়োজন।”

শিশু-কিশোরদের আগামীতে স্পেস সায়েন্টিস্ট ও রকেট সায়েন্টিস্ট হিসেবে গড়ে
তুলতে এই ক্যাম্পের পরিকল্পনা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু।

তিনি বলেন, “বাচ্চাদের কিন্তু
জোর করে কিছু দিলে করবে না। স্পেস টেকনোলজির ব্যাপারগুলো বাচ্চাদের কাছে মজার এবং নতুন জিনিস। এটার মধ্যে
দিয়ে তারা টেকনোলজির চর্চা শুরু করে দিল।

“আজ থেকে ১০ বছর পরে আমরা নিজেরাই হয়ত স্যাটেলাইট-রকেট উৎক্ষেপণ করতে পারব। সেটা কিন্তু পরের প্রজন্মই পারবে।”

স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজনে সহযোগিতায় রয়েছে সিনেসিস আইটি, সিসটেক ডিজিটাল,
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্পেস অ্যান্ড রকেট সেন্টার বাংলাদেশ এবং লাইভ
টু ওয়েব।

রকেট বানানো ও উত্তরণ করার কর্মশালা, স্পেস রোবট মেকিং কর্মশালা, অ্যাস্ট্রোনট
ট্রেনিং স্পেস প্রোগ্রামিং, স্পেস এডুকেশন, স্পেস লাইফসহ আরো কয়েকটি সেশন রয়েছে এই
ক্যাম্পে।

অ্যাপোলো-১১ নভোযানের চাঁদের ভ্রমণের ৫০ বছর পূর্তি নিয়েও বিশেষ আয়োজন
থাকবে এই ক্যাম্পে।

স্পেসক্যাম্পবিডি ডট কম সাইটে এই ক্যাম্পের বিভিন্ন সেশনে অংশ নেওয়ার
টিকেট সংগ্রহে আগ্রহী শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে। এছাড়াও কেনা যাবে রকেট ও রোবট
বানানোর কিট। মহাকাশচারীদের পোশাকও কেনা যাবে শিশুদের জন্য।   

সারাদেশ থেকে এক হাজার শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করবে বলে সংবাদ
বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজকরা।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar