ad720-90

এবার ইউরোপে তদন্তের মুখে গুগল ফর জবস


ইইউ কম্পিটিশন কমিশনার মারগ্রেথ ভেস্টাগার প্রশ্ন তুলেছেন যে, প্রতিদ্বন্দ্বীদের “সাফল্য বা ব্যর্থতায় প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ আছে কিনা।”– খবর বিবিসি’র।

গুগলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আগের বছর ২৩টি চাকরি খোঁজার সাইটের পক্ষ থেকে ব্রাসেলসে অনুরোধ করা হয়েছে।

এই সার্চ ইঞ্জিনের জন্য কোনো মূল্য নেয় না গুগল। এই পদক্ষেপের মাধ্যমে গুগল তাদের ব্যবসায়িক মডেল ঠিক করার আগেই বাজারের দখল নিতে চাইছে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে প্রতিদ্বন্দ্বীরা।

এর আগেও গুগলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন ভেস্টাগার। সেবার একই ধরনের অ্যান্টিট্রাস্ট মামলায় ৯৪০ কোটি মার্কিন ডলার জরিমানা গুণতে হয়েছে গুগলকে।

মঙ্গলবার বার্লিনের এক সম্মেলনে ভেস্টাগার বলেন, “আমরা এখন খতিয়ে দেখছি গুগলের ব্যবসার অন্যান্য খাতেও একই কাজ হয়ে থাকতে পারে, যেমন গুগল ফর জবস নামে পরিচিত গুগলের চাকরি খোঁজার ব্যবসা।”

অন্যদিকে গুগলের দাবি ইউরোপে এমন প্রতিক্রিয়ার পর তারা এই টুলটিতে কিছু পরিবর্তন করেছে।

আগে গুগলের সাইটে বিভিন্ন চাকরির পোস্ট দেখানো হতো। এবার ওই পোস্টের জন্য তৃতীয় পক্ষের চাকরির সাইটের সরাসরি লিঙ্ক দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar