ad720-90

শাংহাইতে রোবোট্যাক্সি সেবা আনবে দিদি


মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, শাংহাইয়ের জিয়াদিং অঞ্চলে ৩০টি ভিন্ন মডেলের ‘লেভেল ফোর’ স্বয়ংক্রিয় যান নামাবে দিদি। ‘লেভেল ফোর’ স্বচালিত যান হলো উন্নত স্তরের স্বয়ংক্রিয় গাড়ি। চালক চাইলে ম্যানুয়ালি এই গাড়ি নিয়ন্ত্রণ নিতে পারবেন বলেও জানানো হয়েছে।

দিদির এই পাইলট প্রকল্পে স্বচালিত গাড়ির সঙ্গে মানবচালিত গাড়িও নামানো হবে।

স্বচালিত গাড়িসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়নের দিকে নজর বাড়িয়েছে চীন। সে লক্ষ্যেই এবার রোবোট্যাক্সির পাইলট প্রকল্পের ঘোষণা দিয়েছে দিদি। ২০৩০ সালের মধ্যে এআই খাতে শীর্ষস্থান দখল করতে চায় চীন।

চলতি বছরের শেষ দিকে চাংশাতে রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা রয়েছে প্রযুক্তি জায়ান্ট বাইদুর। অন্যদিকে গুয়াংঝুর নানশাতে নিজস্ব স্বচালিত গাড়ির প্রকল্প চালাচ্ছে পনি ডটএআই নামের আরেকটি প্রতিষ্ঠান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্সে গ্রাহককে স্বচালিত গাড়ি সেবা দিতে রাইড-হেইলিং প্রতিষ্ঠান লিফটের সঙ্গে অংশীদারিত্ব করেছে ওয়েইমো। এছাড়া ২০২০ সালে রোবোট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

শাংহাইতে স্বচালিত গাড়ির পরীক্ষা চালাতে বুধবার দিদিকে অনুমোদন দিয়েছে চীন। কবে নাগাদ এই পাইলট প্রকল্প শুরু হবে তা অবশ্য জানায়নি দিদি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar