ad720-90

চীনা পণ্যে ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক চালু


চীন থেকে আমদানিকৃত
১১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প
প্রশাসন। ফলে চীনে তৈরি দুধ, ডায়পার থেকে শুরু করে অ্যাপল ওয়াচের মতো প্রযুক্তিপণ্যগুলোতেও
বসবে এই শুল্ক– প্রযুক্তি সাইট সিনেটের।

আগের বছরের
নভেম্বর মাস থেকেই চীনে তৈরি ইলেকট্রনিক পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানোর উদ্যোগ নেন
ট্রাম্প। ফোন, ল্যাপটপ, গেইমিং কনসোলসহ যেসব পণ্যে ১০ শতাংশ শুল্ক বসবে তার একটি তালিকাও
প্রকাশ করা হয় ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) পক্ষ থেকে।

চলতি বছর ১৩
অগাস্ট ইউএসটিআর-এর পক্ষ থেকে আবারও ঘোষণা দেওয়া হয়, ১৬ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের
আমদানিকৃত ল্যাপটপ এবং সেলফোনের ওপর শুল্কে সাময়িক ছাড় দেওয়া হবে। ১৫ ডিসেম্বরের আগে
এই পণ্যগুলোতে বাড়তি শুল্ক আরোপ করা হবে না। ছুটির মৌসুমের কেনাকাটায় যাতে এর প্রভাব
না পড়ে সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে চীনা
পণ্যে শুল্ক ১০ শতাংশের বদলে ১৫ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন যুক্তরাষ্ট্রের
সর্ববৃহৎ ব্যাংক জে.পি. মরগান চেইসের পক্ষ থেকে বলা হয়, নতুন শুল্ক আইনের কারণে একজন
সাধারণ মার্কিন নাগরিকের বছরে এক হাজার ডলার বেশি খরচ হবে।

যুক্তরাষ্ট্রের
সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের ধরে ১ সেপ্টেম্বর নিজস্ব শুল্ক ব্যবস্থা চালু করেছে চীন।
যুক্তরাষ্ট্র থেকে আসা সাড়ে সাত হাজার কোটি মার্কিন ডলার মূল্যের সয়াবিন এবং অপরিশোধিত
তেলের ওপর বাড়তি শুল্ক বসিয়েছে দেশটি। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর
রাখা হয়েছে বাড়তি ২৫ শতাংশ শুল্ক, যা কার্যকর হবে ১৫ ডিসেম্বর থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar