ad720-90

লাইক গোনা বন্ধ হচ্ছে ফেসবুকে


লাস্টনিউজবিডি, ০৩ সেপ্টেম্বর : ফেসবুকে ব্যবহারকারীদের পোস্টের লাইক গোনা অপশন শিগগিরই বন্ধ করতে পারে ফেসবুক। ব্যবহারকারীদেরকে একে অপরের সাথে তুলনা করা থেকে বিরত রাখতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সবচেয়ে বড় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুক জানিয়েছে, যাদের পোস্টে কম লাইক পড়ে তারা বেশি লাইক পাওয়া ব্যক্তিদের চেয়ে নিজেকে হেয় মনে করেন। তাদের পোস্টটি সঠিক নয় মনে করে ডিলিটও করেন। যদি লাইক গোনা বন্ধ করা যায় তাহলে এ সমস্যা থাকবে না।

ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ইতোমধ্যে লাইক গোনা অপশন বন্ধ করে দিয়েছে। কানাডা ও ব্রাজিলসহ সাত দেশে পরীক্ষামূলকভাবে এ অপশন বন্ধ করেছে তারা।
ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও গোনা যাবে না পোস্টের নিচের মোট লাইক। সবগুলো লাইক গোনা না গেলেও মিউচুয়াল যেসব ফ্রেন্ড লাইক দেবেন তাদের নাম দেখা যাবে।
খবর টেকক্রাঞ্চের
লাস্টনিউজবিডি/ওবায়দুর



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar