ad720-90

৬০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারিসহ আসছে Samsung Galaxy M30s


গত কয়েক বছরে একের পর এক চীনা সংস্থা স্মার্টফোনের বাজার দখল নিয়েছে। কিন্তু নির্ভরযোগ্যতার ভিত্তিতেও এখনও ক্রেতাদের এক বড় অংশের পছন্দ স্যামস্যাঙ-এর M সিরিজের স্মার্টফোন। সেই বাজার ধরে রাখতেই Samsung Galaxy M30-এর আপডেটেড সংস্করণ আনতে চলেছে Samsung। Samsung Galaxy M30s নামে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন। মিড সেগমেন্টের বাজারে এই ফোন ক্রেতাদের যথেষ্ট আকর্ষণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখে নিন Galaxy M30s-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম-

Samsung Galaxy M30s-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম:

৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও আগের সংস্করণের চেয়েও বেশি। থাকছে ওয়াটার ড্রপ নচ।

৪ জিবি ও ৬ জিবি RAM আর ৬৪ জিবি বা ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে Samsung Galaxy M30s যাবে। প্রসেসরের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা।

Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।

৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ আর ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

ব্যাটারির বিষয়ে বেশ জোর দিয়েছে Samsung। ৬,০০০ mAh ব্যাটারি থাকছে Samsung Galaxy M30s-এ।

চলতি মাসে ১৮ তারিখে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M30s। দামের বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে, ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকার মধ্যেই দাম রাখা হবে বলে মনে করা হচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar