ad720-90

আগেভাগেই ফ্ল্যাগশিপের নকশা দেখালো ওয়ানপ্লাস


সাধারণত কোনো ডিভাইস উন্মোচনের আগেই তার বিভিন্ন ছবি ও তথ্য ফাঁস হতে দেখা যায় ভিন্ন ভিন্ন সূত্রের মাধ্যমে। এর হাত থেকে রেহাই পেতে এবার নিজেই ডিভাইসটির নকশা প্রকাশ করেছে ওয়ানপ্লাস। কয়েক দিন আগে নতুন পিক্সেল ৪ ডিভাইসের ক্ষেত্রেও একই কাজ করেছে গুগল।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ওয়ানপ্লাস ফোরামে নতুন ডিভাইসটির ছবি পোস্ট করেছেন প্রতিষ্ঠান প্রধান পিট লাউ নিজেই। এর আগে ফাঁস হওয়া ছবিতেও দেখা গেছে একই নকশা।

ছবিতে নতুন ডিভাইসের শুধু পেছনের অংশ দেখানো হয়েছে। পেছন দিকে রাখা হয়েছে গোলাকার মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর।

টুইটার গ্রাহক ইশান আগারওয়ালও নতুন ওয়ানপ্লাস ৭টি’র কিছু তথ্য ফাঁস করেছেন। আগারওয়াল বলেন পেছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ১৬ মেগাপিক্সেল ১৭ মিলিমিটার আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল ২৬ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অন্যটি ২এক্স জুমসহ ১২ মেগাপিক্সেল ৫১ মিলিমিটার টেলিফটো লেন্স।

নতুন এই ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসরের সঙ্গে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত পর্দা থাকবে বলেও গুজব রয়েছে।

ইতোমধ্যেই ২৬ সেপ্টেম্বর উন্মোচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar