ad720-90

Vivo-এর নতুন স্মার্টফোনে U10


মঙ্গলবার প্রকাশ্যে আসলো চীনা স্মার্টফোন সংস্থা Vivo-এর নতুন স্মার্টফোনে U10। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা, স্মার্টফোনের বাজারে নিজেদের এগিয়ে রাখতে কোনও প্রচেষ্টাই বাকি রাখেনি Vivo।

এখন স্মার্টফোনের বাজারে ট্রেন্ড রঙিন ব্যাক কভার। কেবলমাত্র সাদা, কালো বা সিলভার নয়। বিভিন্ন মেটালিক রঙের ফিনিশ এখন প্রায় সব রেঞ্জের ফোনেই বেশ ট্রেন্ডি। সেই দিকেই নজর রেখেছে Vivo। ব্যাক কভারে থাকছে ইলেকট্রিক ব্লু ফিনিশ। তার সঙ্গে Vivo U10-এ থাকছে ডিউ-ড্রপ নচ। এবার এক নজরে দেখে নিন Vivo U10-এর স্পেসিফিকেশন আর দাম-

Vivo U10-এর স্পেসিফিকেশন আর দাম:

১) ৬.৩৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। থাকছে ডিউ ড্রপ নচ।

২) ৪ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে Vivo U10। থাকছে Qualcomm Snapdragon 665 SoC চিপসেট।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।

৪) ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ক্যামেরার বিষয়ে এখন কিছু জানায়নি সংস্থা।

৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ৫,০০০ mAh ব্যাটারি থাকছে Vivo U10-এ। মিলবে ১৮w ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

৭) মঙ্গলবার দুপুর ১২টায় Amazon.in-এ লঞ্চ হয়েছে Vivo U10। ২৯ সেপ্টেম্বর Amazon থেকে বিক্রি শুরু হচ্ছে Vivo U10 স্মার্টফোনের। Amazon.in-এ এর দাম দেখাচ্ছে ৮,৯৯০ টাকা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar