ad720-90

রোবটের জন্য মানব চেহারার খোঁজ!


`দয়ালু’ এবং `বন্ধুসুলভ’ চেহারার খোঁজে জিওমিকডটকম এর সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। এই রোবটগুলো প্রবীণদের ‘ভার্চুয়াল বন্ধু’ হিসেবে কাজ করবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

জিওমিকের এক মুখপাত্র বলেন, “এখনও প্রকল্পটির বিস্তারিত জানানোর অনুমতি আমাদের নেই। তবে আশা করছি জনগণের আবেদন থেকে আমরা সঠিক চেহারা খুঁজে পাবো।” এমন সুযোগ জীবনে একবারই আসে উল্লেখ করে ওই ব্যক্তি বলেন, “আশা করছি আমরা তাকে খুঁজে পাবো।”

সামনের বছর থেকে রোবোটগুলোর ‍উৎপাদন শুরু হবে এবং গ্রাহক এটি হাতে পাবেন বলে জিওমিক সাইটে উল্লেখ করা হয়েছে।

সাইটে আরও বলা হয়েছে, “এটি খুবই ব্যতিক্রমী একটি আবেদন। কারও চেহারা ব্যবহারের জন্য লাইসেন্স দেওয়াটাও অনেক বড় একটি সিদ্ধান্ত।”

ইতোমধ্যে বিষয়টি নিয়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বেশ সমালোচনাও শুরু হয়েছে।

সেক্স রোবট বিশেষজ্ঞ ড. কেইট ডেভলিন বলেন, “বন্ধুসলভ রোবট তৈরির ব্যাপারে আমার কোনই আপত্তি নেই। কিন্তু আমি বুঝতে পারছিনা প্রথমত: কেন এই রোবট তৈরির জন্য বাস্তব মানুষের চেহারা ব্যবহার করা হবে এবং দ্বিতীয়ত: কেন বাস্তবে এমন চেহারার মানুষের অস্তিত্ব থাকতে হবে।”

অন্যরাও ঠিক একইরকম প্রশ্ন তুলেছেন, কেন সোফিয়ার মতো কাল্পনিক চেহারা ব্যবহার না করে বাস্তবে অস্তিত্ব আছে এমন মানুষের চেহারা ব্যবহার করতে হবে?





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar