ad720-90

সমস্যা ছিল ওই একটি বাইকেই: হার্লি-ডেভিডসন


চার্জিং সমস্যাটি ধরা পড়ার পর, অন্যান্য লাইভওয়্যার ক্রেতাকে ডিলারের কাছ থেকে বাইক চার্জ করানোর পরামর্শ জানিয়েছিল মার্কিন এই বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, সে পরামর্শ এখন না মানলেও চলবে, এখন থেকে চাইলে ঘরেই চার্জ করা যাবে মটোরসাইকেলটি। 

এদিকে, বাইকের সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট করে জানাতে রাজি হয়নি হার্লি-ডেভিডসন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুধু বলা হয়েছে, ‘ওই একটি বাইকেই সমস্যা ধরা পড়েছিল।’ এ বিষয়ে হার্লি-ডেভিডসনের এক মুখপাত্র বলেছেন, “বাইকের ওই সমস্যাটি দেখার পরপরই পণ্যের মান রক্ষার্থে লাইভওয়্যারের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলাম আমরা। সে কারণেই নিশ্চিতভাবে বলতে পারি, ওই একটি বাইকেই শুধু সমস্যা দেখা দিয়েছিল।”  

২০১৪ সালে কনসেপ্ট বাইক হিসেবে ‘লাইভওয়্যার’-এর সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয় হার্লি-ডেভিডসন।  সেবারই প্রথম বিদ্যুৎ চালিত কোনো প্রযুক্তিতে হাত দিয়েছিল প্রতিষ্ঠানটি। আদতে লাইভওয়্যারকে ওজনে হালকা এবং দামে সাশ্রয়ী ই-বাইক হিসেবে বাজারে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে হার্লি-ডেভিডসনের।

সেপ্টেম্বরে আসা এই বাইকটির বাজারমূল্য ধরা হয়েছে ৩০ হাজার ডলার। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar