ad720-90

এক সন্ধ্যায় ৭০০ কোটি ডলার হারালেন বেজোস


বৃহস্পতিবারই তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করেছে অ্যামাজন। এই প্রান্তিকে প্রতিষ্ঠানের আয় হতাশ করেছে বিনিয়োগকারীদেরকে। হিসাব প্রকাশের পরপরই অ্যামাজনের শেয়ার মূল্য কমেছে নয় শতাংশ।

ওই দিন শেয়ার বাজার শেষে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য কম ছিল ৬.৬ শতাংশ। এতে শেয়ার মূল্য দাঁড়িয়েছে ১১৮ মার্কিন ডলার– খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র। 

এসইসি’র নথি অনুযায়ী  অ্যামাজনের ৫৭৬১০৩৫৯টি শেয়ার রয়েছে বেজোসের মালিকানায়। শেয়ার মূল্য কমে যাওয়ায় তার মোট লোকসান হয়েছে ৬৯০ কোটি ডলার।

শুক্রবারও অ্যামাজনের শেয়ার মূল্যপতন অব্যাহত অবস্থায় থাকলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারাবেন বেজোস। সেক্ষেত্রে আবারও  শীর্ষস্থানে উঠবেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar