ad720-90

পুরো দশকে অ্যাপ ডাউনলোড তালিকার শীর্ষে ‘ফেইসবুক’


শুধু ২০১৯ সালেই বিশ্বজুড়ে ডাউনলোড করা হয়েছে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ১২ হাজার কোটি অ্যাপ। হিসেবে গত বছরের তুলনায় পাঁচ শতাংশ বেড়েছে অ্যাপ ডাউনলোডের সংখ্যা। পুরো বিষয়টি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপ বিশ্লেষণী সংস্থা ‘অ্যাপ অ্যানি’। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এ দশকে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ‘ফেইসবুক’ অ্যাপটি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

ওই প্রতিবেদনে এ দশকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকার পাশাপাশি এ বছরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ও গেইমসের তালিকা প্রকাশ করেছে অ্যাপ অ্যানি।

অ্যাপ অ্যানির তথ্যের আলোকে চলুন আমরাও জেনে নেই ওই তালিকায় থাকা নামগুলো সম্পর্কে-

২০১০’র দশকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া দশ অ্যাপ

১. ফেইসবুক

২. ফেইসবুক মেসেঞ্জার

৩. হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার

৪. ইন্সটাগ্রাম

৫. স্ন্যাপচ্যাট

৬. স্কাইপ

৭. টিকটক

৮. ইউসি ব্রাউজার

৯. ইউটিউব

১০. টুইটার

২০১৯ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের শীর্ষ দশে রয়েছে-

১. ফেইসবুক মেসেঞ্জার

২. ফেইসবুক

৩. হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার

৪. টিকটক

৫. ইন্সটাগ্রাম

৬. শেয়ার ইট

৭. লাইকি

৮. স্ন্যাপচ্যাট

৯. নেটফ্লিক্স

১০. স্পটিফাই

২০১৯ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেইম তালিকার শীর্ষ দশে রয়েছে-

১. ফ্রি ফায়ার

২. পাবজি মোবাইল

৩. সাবওয়ে সার্ফার

৪. কালার বাম্প থ্রিডি

৫. ফান রেস থ্রিডি

৬. রান রেস থ্রিডি

৭. মাই টকিং টম টু

৮. হোমস্কেপস

৯. স্ট্যাক বল

১০. কল অফ ডিউটি: মোবাইল

অ্যাপ অ্যানি বলছে, ২০১৯ সালে টিকটক ও লাইকি’র মতো সোশাল ভিডিও অ্যাপগুলোর ডাউনলোড বেড়েছে। এ বছরের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের অনেকগুলোই আবার এ দশকের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকাতেও জায়গা করে নিয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar