ad720-90

এয়ারপডসে ১৫০০ কোটি ডলারের ব্যবসা করবে অ্যাপল


সাকোনাগির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে প্রায় সাড়ে আট কোটি এয়ারপডস বিক্রি করতে পারে অ্যাপল। ফলে ২০২১ সালের মধ্যে আইফোন এবং আইপ্যাডের পর প্রতিষ্ঠানের তৃতীয় বৃহত্তম ব্যবসা হবে এয়ারপডস।

অন্যদিকে সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপডসের এই দৌড় হয়তো দীর্ঘস্থায়ী হবে না।

সাকোনাগি বলেন, “আইফোনের ভিত্তির কারণে এয়ারপডসের অ্যাডপশন কার্ভ এবং র‍্যাপিড স্যাচুরেশন দারুণ হলেও ২০২১ বা ২০২২ সালের দিকে এয়ারপডস-এর আয় নাটকীয়ভাবে কমতে পারে, এর থেকে আয় বৃদ্ধি এক অঙ্কে বা আরও নিচে নেমে আসতে পারে।”

সম্প্রতি এয়ারপডসের মাসিক উৎপাদন দ্বিগুণ করেছে অ্যাপল। মাসে ১০ লাখের বদলে এখন ২০ লাখ এয়ারপডস বানাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর তথ্যানুসারে চলতি বছর বিশ্বজুড়ে ‘ট্রু ওয়্যারলেস হিয়ারএবলস’ বাজার ১২ কোটি ইউনিটে পৌঁছাতে পারে। সামনের বছর এটি ২৩ কোটি ইউনিটে দাঁড়াতে পারে। ফলে এক বছরে এর বাজার বৃদ্ধি হবে প্রায় ৯০ শতাংশ।

চলতি বছর চতুর্থ প্রান্তিকে এয়ারপডস প্রো’র মাধ্যমে অনেকটা পরিবর্তনের আশা করছে অ্যাপল।

কাউন্টারপয়েন্ট রিসার্চের ‘হিয়ারএবলস মার্কেট ফোরকাস্ট’-এর তথ্যমতে, ২০২০ সালেও উন্নত পণ্য এবং প্রচারণা কৌশল দিয়ে পরিধেয় পণ্যের খাতে বাজারে মজবুত নেতৃত্ব ধরে রাখবে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালে ট্রু ওয়্যারলেস হিয়ারএবলস বাজারের ৫০ শতাংশ দখলে রাখবে অ্যাপল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar