ad720-90

দুই পর্দার ৫জি ফোন আনবে এলজি


এই খাতের এক সূত্রের বরাত দিয়ে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এমডাব্লিউসি ২০২০-এ নতুন ৫জি ফোন ভি৬০ থিনকিউ উন্মোচন করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। আল্ট্রা-ফাস্ট ওয়্যারলেস নেটওয়ার্কও থাকবে ডিভাইসটিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছেন, “ভি৬০ থিনকিউ উন্মোচনের পরিকল্পনা করছে এলজি, নতুন বছরের প্রথম স্মার্টফোন ৫জি’র বাজারে তাদের উপস্থিতি আরও বিস্তৃত করবে।”

“দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানে সরবরাহ বাড়ানোর আশা রয়েছে প্রতিষ্ঠানটির।”

আগের বছর এমডাব্লিউসি ২০১৯-এ ভি৫০ থিনকিউ দেখিয়েছিলো এলজি, ৫জি নেটওয়ার্ক সমর্থন রয়েছে ডিভাইসটিতে। এর পাশাপাশি ৪জি নেটওয়ার্ক সংযোগের জি৮ থিনকিউ উন্মোচন করেছিলো প্রতিষ্ঠানটি।

ভি৬০ থিনকিউয়ের জন্য একটি দ্বিতীয়-পর্দা অ্যাকসেসরিও দেখানোর পরিকল্পনা রয়েছে এলজি’র। এটি মূল স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে দুই পর্দার অভিজ্ঞতা পাবেন গ্রাহক।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar