ad720-90

গ্যালাক্সি ফোল্ড ২-তে প্লাস্টিকের বদলে কাঁচের পর্দা!


প্রতিষ্ঠানের নতুন ফোল্ডএবল ডিভাইসটি নিয়ে এই তথ্য দিয়েছেন আইস ইউনিভার্স। স্মার্টফোনের সঠিক তথ্য ও ছবি ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

ইউরোপে স্যামসাং ‘আল্ট্রা থিন গ্লাস’ বা ইউটিজি’র জন্য ট্রেডমার্ক আবেদনও করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। এক সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিষ্ঠানের পরবর্তী ফোল্ডএবল ডিভাইসে ব্যবহার করা হতে পারে এই কাঁচ। অনেকের মতেই ডিভাইসটির নাম হতে পারে গ্যালাক্সি ফোল্ড ২– খবর আইএএনএস-এর।

সম্প্রতি গ্যালাক্সি ‘ফোল্ড ২-এর ছবিও’ শেয়ার করেছেন আইস ইউনিভার্স। সামনের বছর গ্যালাক্সি এস১১-এর সঙ্গে উন্মোচন করা হতে পারে এই ডিভাইসটি।

ছবি থেকে ধারণা করা হচ্ছে, নতুন এই ডিভাইসটি দেখতে হবে প্রথাগত ফ্লিপ ফোনের মতো। আগের গ্যালাক্সি ফোল্ড ডিভাইসটি ভাঁজ হয় বইয়ের মতো। এবারে নতুন ডিভাইসটির পর্দা ভাঁজ হবে উল্লম্বভাবে, যেমনটা দেখা গেছে মোটোরলার নতুন ফোল্ডএবল রেজর ফোনে।

গ্যালাক্সি ফোল্ড ২-এর বাইরের দিকে দেখা গেছে ডুয়াল ক্যামেরা। বাইরে ছোট একটি পর্দায় ডিজিটাল ঘড়িও দেখানো হয়েছে। আর ভেতরের দিকে হোল-পাঞ্চ পর্দায় বসানো হয়েছে সেলফি ক্যামেরা।

ধারণা করা হচ্ছে, নতুন ডিভাইসটির বাইরেও থাকবে কাঁচ। ডিভাইসটির কব্জা রাখা হয়েছে আগের গ্যালাক্সি ফোল্ডের মতোই।

নতুন ফোল্ডএবল ডিভাইসটির বাজার মূল্য হতে পারে ১০০০ মার্কিন ডলার।

স্যামসাংয়ের প্রথম গ্যালাক্সি ফোল্ডের বাজার মূল্য প্রায় দুই হাজার মার্কিন ডলার, যা বেশিরভাগ গ্রাহকেরই নাগালের বাইরে।

বলা হচ্ছে, নতুন গ্যালাক্সি ফোল্ড ২-এর দাম কমাতে বেশ কিছু পরিবর্তন আনছে স্যামসাং। যেমন, ডিভাইসটির স্টোরেজ রাখা হতে পারে ২৫৬ গিগাবাইট। আগের গ্যালাক্সি ফোল্ডের স্টোরেজ ছিলো ৫১২ গিগাবাইট। তবে, এর সবই অনুমান। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে কিছুই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar