ad720-90

গেমিং ম্যাক আসতে পারে ২০২০ সালে!


প্রতিষ্ঠানটির বার্ষিক ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে’ (ডব্লিইউডব্লিইউডিসি) ওই ম্যাকটি উন্মোচন করা হতে পারে। এবারই প্রথমবারের মতো গেমিং খাতে হাতে দিচ্ছে অ্যাপল। তবে গেমিং ম্যাকটি কী ডেস্কটপ হবে নাকি ম্যাকবুক প্রো তা আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি। গুজবে শোনা যাচ্ছে, আইম্যাক হতে পারে গেমিং ম্যাকটি। — ইকোনোমিক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, বড় পর্দার ওই ল্যাপটপ বা অল-ইন-ওয়ান ডেস্কটপের দাম ধরা হতে পারে পাঁচ হাজার ডলার।

এ বছরই প্রথমবারের মতো সরাসরি গেমিং শিল্পে পা রেখেছে অ্যাপল। সেপ্টেম্বরে আইওএস ১৩ উন্মোচনের মধ্য দিয়ে অ্যাপল আর্কেডে ‘গেম সাবস্ক্রিপশন সেবা’ এনেছে প্রতিষ্ঠানটি। মাসিক ফি’র বিনিময়ে পরিবারের ছয় জন সদস্য মিলে ওই সাবস্ক্রিপশন সেবা ব্যবহার করা যায়।

আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি এবং ম্যাক সিস্টেমে ওই সেবা কাজ করে। এ ছাড়াও তিনটি ব্যাক ক্যামেরার আইফোন তৈরির কাজও করছে অ্যাপল।   





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar