ad720-90

ফোনে ‘বিস্তারযোগ্য’ পর্দার পেটেন্ট চাইলো স্যামসাং


নতুন এই পেটেন্টে দেখা গেছে, ডিভাইসের পেছনে লাগানো মুভএবল প্লেটের মাধ্যমে প্রয়োজন মতো পর্দার মাপ বাড়াতে বা কমাতে পারবেন গ্রাহক– খবর আইএএনএস-এর।

প্রতিবেদনে আরও বলা হয়, পেটেন্ট করা প্রযুক্তিতে একটি সেন্সরও ব্যবহার করা হবে যা গ্রাহকের টাচ ইনপুট শনাক্ত করে পর্দার মাপ কতোটা বাড়াতে বা কমাতে হবে তা রিয়েল টাইমে গণনা করে নিতে পারবে।

স্মার্টফোনের পর্দার ক্ষেত্রে এমন পেটেন্ট আবেদন এবারই প্রথম নয়। এর আগে একই ধরনের ‘বিস্তারযোগ্য’ পর্দার পেটেন্ট করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি।

নতুন পর্দা প্রযুক্তির পাশাপাশি পাঁচটি পপ-আপ ক্যামেরাসহ একটি ফোল্ডএবল স্মার্টফোনেরও পেটেন্ট করেছে স্যামসাং। ফোল্ডএবল এই স্মার্টফোনটি ভাঁজ হবে বাইরের দিকে। গ্রাহক ডিভাইসটি কীভাবে ধরছেন তার ওপর ভিত্তি করে পাঁচটি পপ-আপ ক্যামেরা সামনের বা পেছনের ক্যামেরা হিসেবে কাজ করবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar