ad720-90

এআই প্রযুক্তি বিষয়ে নীতিমালা চান গুগল প্রধান


ফিনান্সিয়াল টাইমস-কে পিচাই বলেন, “নীতিমালা আনা শুধু গুরুত্বপূর্ণই না, একটি বিচক্ষণ পদক্ষেপ দরকার।”

স্বচালিত গাড়ি এবং স্বাস্থ্য প্রযুক্তির মতো ভিন্ন ভিন্ন এআই উন্নয়ন খাতে উপযুক্ত নীতিমালা আনার কথা বলেন গুগল প্রধান– খবর বিবিসি’র।

আগের সপ্তাহেই জানা গেছে পাঁচ বছরের জন্য ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে ইউরোপিয়ান কমিশন।

চলতি মাসের শুরুতে নিজস্ব নীতিমালার প্রস্তাব করেছে হোয়াইট হাউস। “জরুরী উদ্ভাবনী মডেল বাতিল” করতে ইউরোপের সিদ্ধান্তের বিরোধীতাও করেছে যুক্তরাষ্ট্র।

পিচাই বলেন এআইয়ের দারুণ সম্ভাবনা থাকলেও এটির অনেক বিপদও রয়েছে। ডিপফেইকের মতো প্রযুক্তিগুলোর অপব্যবহারের উদাহরণ দিয়েছেন তিনি। এই প্রযুক্তিতে কম্পিউটারের মাধ্যমে ভিডিও ক্লিপ তৈরি করা হয় যা দেখতে বাস্তব মনে হয়।

প্রাইসওয়াটারহাউস কুপার্স-এর এআই প্রধান মারিয়া অ্যাজেনটে বিবিসিকে বলেন, তার বিশ্বাস এই খাতের জন্য নীতিমালাই সঠিক পদক্ষেপ।

“এখানে প্রশ্ন হলো এটি এমনভাবে করা যাতে উদ্ভাবন আটকে না যায়, এর পাশাপাশি ঝুঁকি থাকলেও এটি যাতে আমাদের জন্য লাভজনক হয়, কারণ এআই এখন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে,” বলেন অ্যাজেনটে।

“নৈতিকতা এবং নীতি বোর্ডের মাধ্যমে নীতিমালা এবং নিজস্ব নীতিমালা তৈরি এক্ষেত্রে হয়তো যথেষ্ট নয়।”

২০১৯ সালের নিজস্ব স্বাধীন নীতি বোর্ড গঠন করে গুগল। দুই সপ্তাহের মধ্যেই সমালোচনার মুখে এটি বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar