ad720-90

আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!


অবশেষে প্রতিক্ষার অবসান। ১১ ফেব্রুয়ারি চীনে লঞ্চ হবে Mi 10 আর Mi 10 Pro। সম্প্রতি চীনের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই ফোন দু’টির সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। এই দু’টি ফোনেই থাকবে 5G সাপোর্ট। ক্যামেরা সেন্সর তৈরীর জন্য Xiaomi-এর সঙ্গে হাত মিলিয়েছিল Samsung। এই ফোনে থাকছে Sony IMX686 সেন্সর। Samsung-এর ISO Cell প্রযুক্তিতে তৈরী এই ক্যামেরায় একদম কম আলোতেও ছবি তোলা সম্ভব। দেখে নিন Mi 10 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন-

Mi 10 Pro-এর দাম ও স্পেসিফিকেশন:

১) স্ক্রিন সাইজ ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লে।

২) Mi 10 Pro-এ ৮ জিবি RAM থাকবে বলে জানা গিয়েছে। থাকছে Snapdragon 865 SoC প্রসেসর।

৩) Mi 10 Pro-এর মূল আকর্ষণ এবং কেনার কারণ হবে অবশ্যই এর ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর+ ১২ মেগাপিক্সেল জুম ক্যামেরা + ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে Mi 10 Pro-এ। থাকছে একটি অতিরিক্ত ম্যাক্রো ক্যামেরা সেটআপও।

৪) ব্যাটারির দিকেও নজর দিয়েছে Xiaomi। থাকছে 65W ফাস্ট চার্জিংয়ের সুবিধা-সহ ৪,৫০০ mAh ব্যাটারি।

দামেরা ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি সংস্থা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar