ad720-90

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়


এক বছর আগের চেয়ে আইফোন থেকে অ্যাপলের আয় বেড়েছে আট শতাংশ–খবর সিএনবিসি’র।

গত বছরের চতুর্থ প্রান্তিকে এই খাতে অ্যাপলের আয় ছিলো ৩৩৩৬ কোটি মার্কিন ডলার। বিশ্লেষকদের ধারণা ছিলো এ বছর প্রথম প্রান্তিকে আইফোন থেকে প্রতিষ্ঠানের আয় হবে ৫১৬২ কোটি ডলার।

অ্যাপল প্রধান টিম কুক বলেন মঙ্গলবারের আয়ের হিসাবে “আইফোন ১১ এবং আইফোন ১১ প্রো মডেলে ভালো চাহিদা দেখা গেছে।”

আইফোন ১১ নিয়ে কুক বলেন, “গ্রাহক ব্যাটারি লাইফকে ভালোবেসেছে। তারা ক্যামেরা ভালোবেসেছে। তারা নকশা ভালোবেসেছে। ব্যাটারি সারাদিন স্থায়ী হয়। আমরা ডিভাইসটি সঠিক দামেই আনতে পেরেছি।”

অর্থ বছরের প্রথম প্রান্তিকে ছুটির মৌসুমও অন্তর্ভুক্ত। বছরের অন্যান্য সময়ের চেয়ে এই মৌসুমে আয় অনেক বেশি হয়।

আইফোনের পাশাপাশি পরিধেয় ডিভাইস এবং অন্যান্য সেবায় ব্যবসার পরিধি বাড়িয়েছে অ্যাপল।

এখনও প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য আইফোন। অ্যাপলের মোট আয়ের বড় অংশ আসে এই খাত থেকে। চলতি বছর মোট চারটি নতুন আইফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। এর মধ্যে থাকতে পারে ৫জি আইফোন মডেলও।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar