ad720-90

এখনই আসছে না অ্যাশটন মার্টিনের বৈদ্যুতিক গাড়ি


শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, একদল বিনিয়োগকারীর কাছ থেকে ৫০ কোটি পাউন্ড বা ৬৫ কোটি ৯০ লাখ ডলার ‘জরুরি তহবিল’ হিসেবে নিচ্ছে তারা। নতুন আর্থিক পরিকল্পনায় বিদ্যুত চালিত গাড়ির বদলে প্রচলিত তেলচালিত গাড়ির দিকেই মনোযোগ দেবে ব্রিটিশ এই বিলাসবহুল গাড়ি নির্মাতা। – খবর প্রযুক্তিবিসয়ক সাইট এনগেজেটের।

পরিস্থিতি বিবেচনায় নিজেদের প্রথম বিদ্যুত চালিত গাড়ি ‘র‌্যাপিড ই’ আনার তারিখ পিছিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। র‌্যাপিড ই সিরিজটি সম্পর্কে প্রথমে ২০১৫ সালে জানায় অ্যাশটন মার্টিন। ২০১৯ সালে ১৫৫টি ‘র‌্যাপিড ই’ গাড়ি আনার কথা ছিল তাদের। কিন্তু আর্থিক সমস্যার কারণে ওই কাজে আর হাত দেয়নি প্রতিষ্ঠানটি।

এ মাসের শুরুতে এসে এক প্রতিবেদনে গাড়ির খবরাখবর দাতা ‘অটোমেকার’ জানায়, র‌্যাপিড ই গাড়িটিকে গবেষণা প্রকল্পে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে গ্র্যান্ড টুর ও রেস ট্র্যাকের জগতে বনেদী বলে বিবেচিত এই প্রতিষ্ঠানটি।     

গাড়িটি সত্যি সত্যি তৈরি হলে ৬০৪ হর্সপাওয়ার ক্ষমতার সমান ৮০০ ভোল্টের জোড়া বৈদ্যুতিক মোটরের দেখা মিলতো। আর সেটি হলে বিদ্যুতচালিত গাড়িটিকে প্রতি ঘণ্টায় ১৫৫ মাইল বেগে ছুটতে দেখতেন গাড়ি প্রেমীরা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar