ad720-90

এবার স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে Oppo


শীঘ্রই স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে Oppo। Apple, Mi, Huawai-এর পর Oppo বাজারে নিয়ে এল নতুন চমক। অনেক দিন ধরেই বিভিন্ন রিপোর্টে Oppo-র স্মার্টওয়াচ তৈরির খবর সামনে এসেছিল। বৃহস্পতিবার এই প্রোডাক্টের প্রথম ঝলক প্রকাশ করেছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন। তবে Apple Watch ডিজাইনের সঙ্গে মিল রয়েছে Oppo-এর স্মার্টওয়াচের।

দেখে নিন Oppo-এর স্মার্টওয়াচে কী রয়েছে:

১) Oppo স্মার্টওয়াচে ইসিজি সাপোর্ট থাকবে। Apple-এ ও রয়েছে এই ফিচার।

২) Oppo স্মার্টওয়াচে থাকছে সোনালি রঙের মেটাল ফ্রেম সঙ্গে রয়েছে ক্রিম কালারের সিলিকন স্ট্র্যাপ।

৩) Oppo স্মার্টওয়াচের দামও বেশ ধরা ছোঁয়ার মধ্যেই। মাত্র ৭০০ টাকার একটু বেশি দামে মিলবে এই স্মার্টওয়াচ।

৪) স্মার্টওয়াচের ওয়াচফেসে ডিজিটাল ঘড়ির নীচে রয়েছে একটি ফুলের ডিজাইনও।

চলতি বছরের মার্চ মাসের আগে এই স্মার্টওয়াচ বাজারে আনবে Oppo। গত বছর Apple Watch ডিজাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে Mi Wach লঞ্চ করেছিল Xiaomi। একই পথে হেঁটে এবার স্মার্টওয়াচ লঞ্চ করবে Oppo। তবে শেন এও বলেন, এটাই ২০২০ সালের সবচেয়ে সুন্দর স্মার্টওয়াচের তকমা ছিনিয়ে নিতে পারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar