ad720-90

করোনাভাইরাসে ব্যাহত হতে পারে আইফোনের উৎপাদন


অ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক পণ্য প্রস্তুতকারক ফক্সকনের চীনা কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কারখানাগুলো আরেক সপ্তাহ বন্ধ থাকলে উৎপাদন ও সরবরাহে বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

বিষয়টির সঙ্গে জড়িত এক সূত্র জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোর নির্দেশে চীনে প্রায় সব উৎপাদন অন্তত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখেছে ফক্সকন। উৎপাদন এরপরও বন্ধ রাখা হলে অ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠানের সরবরাহে প্রভাব পড়তে পারে।

সোমবার রয়টার্সকে ওই ব্যক্তি জানিয়েছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত “সামান্য প্রভাব” দেখেছে ফক্সকন, কারণ ঘাটতি কমাতে ভিয়েতনাম, ভারত এবং মেক্সিকোর কারখানাগুলো কাজে লাগানো হচ্ছে। আর চীনের কারখানায় নিষেধাজ্ঞা উঠলে ওভারটাইমের মাধ্যমে তা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা ছিলো প্রতিষ্ঠানটির।

পূর্ব চীনের সুঝৌ ফক্সকনের সবচেয়ে বড় উৎপাদন কারখানাগুলোর একটি। এখানে অন্তত ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বলেছে প্রতিষ্ঠানগুলো। এ ছাড়া শাংহাইতে ৯ ফেব্রুয়ারি এবং ডংগুয়ানে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ইতোমধ্যেই ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

“আমরা যে বিষয়ে চিন্তিত তা হলো বিলম্ব যদি আরও এক সপ্তাহ বা আরও এক মাস স্থায়ী হয়। এর প্রভাব বড় হবে। নিশ্চিতভাবেই এর প্রভাব অ্যাপলের উৎপাদন লাইনে পড়বে।”

“এখানে জটিল প্রশ্ন হলো আমরা উৎপাদন আবার শুরু করতে পারবো কিনা (১০ ফেব্রুয়ারি)। এটি নির্ভর করছে কেন্দ্রীয় এবং আঞ্চলিক সরকারের নির্দেশের ওপর।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar