ad720-90

দেশে সার্ভার স্থাপন করলো কোড ফর হোস্ট ইনঃ

এ বিষয়ে কোড ফর হোস্টের সিইও মোস্তফা কামাল জানান যে বর্তমানে ওয়েবসাইটে গতির চাহিদা প্রতিনিয়ত বেড়ে চলেছে। দেশের বাইরে বা দেশ থেকে অনেক দুরবর্তী সার্ভারে ওয়েবসাইট হোস্ট করার কারণে বাংলাদেশী ব্যবহারকারীগণ এতদিন ঐসব সাইট ব্রাউজিং এর ক্ষেত্রে তেমন গতি পাচ্ছিলেন না। এরপর ফলে ধীরে ধীরে বাংলাদেশী সার্ভারের (BDIX) এর চাহিদা বাড়তে থাকে। এর অংশ হিসেবেই BDIX হোস্টিং সেবা প্রদান করার লক্ষে তারা দেশে সার্ভার স্থাপন করেছেন, যা BDIX নেটওয়ার্কের আওতাভুক্ত। ইতিপুর্বে তাদের সার্ভারগুলো আমেরিকা, কানাডা, জার্মানী এবং সিঙ্গাপুরের মতো লোকেশনেই সীমাবদ্ধ ছিল।

এখানে উল্লেখ যে বিডিআইএক্স বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট (আইএক্সপি)। লোকাল ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধের জন্য প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সাথে কানেক্টেড রয়েছে।

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar