ad720-90

নতুন ফ্ল্যাগশিপের ছবি ফাঁস করলো স্যামসাং নিজেই!


ডিভাইসটি নিয়ে আগে থেকেই বেশ কিছু গুজব চলে আসছে। ফাঁস হওয়া ছবি থেকে পূর্বের বেশ কিছু তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পূর্বধারণামতোই গ্যালাক্সি এস১১-এর বদলে ডিভাইসটির নাম হবে গ্যালাক্সি এস২০। নতুন এই ফ্ল্যাগশিপটির সামনে থাকবে হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা এবং পেছনে লম্বাটে ট্রিপল ক্যামেরা মডিউল– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

উইনফিউচারের স্ক্রিনশটে দেখা গেছে, গ্যালাক্সি এস২০ ডিভাইসটি রাখা হয়েছে একটি গ্রে রঙের এলইডি কেইসে, যা আগের বছরের গ্যালাক্সি এস১০-এর এলইডি কেইসের মতো।

ইউরোপিয়ান ওয়েবসাইটে ছবিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য তা সরিয়ে নিয়েছে স্যামসাং।

ভুলবশত পণ্যের প্রচারণার ছবি ওয়েবসাইটে দেওয়ার ঘটনা স্যামসাংয়ের জন্য এবারই প্রথম নয়। আগের বছর অগাস্টে গ্যালাক্সি নোট ১০ এবং গ্যালাক্সি নোট ১০ প্লাস উন্মোচনের একদিন আগে ওয়েবসাইটে ডিভাইসগুলোর ছবি দিয়েছিলো প্রতিষ্ঠানটি।

সম্ভবত ১১ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর আনপ্যাকড ইভেন্টে নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করবে স্যামসাং। ধারণা করা হচ্ছে, তিনটি সংস্করণে ডিভাইসটি বাজারে আনবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

পাশাপাশি নতুন ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি জেড ফ্লিপ উন্মোচন করতে পারে স্যামসাং।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar