ad720-90

করোনাভাইরাস: গেটস ফাউন্ডেশনের ১০ কোটি ডলার


করোনাভাইরাস শনাক্তকরণ, বিস্তার বন্ধ করা, চিকিৎসা, ঝুঁকিপূর্ণ নাগরিকদের রক্ষা করা এবং ওষুধ ও চিকিৎসার উন্নয়নে সহায়তা করবে এই তহবিল– খবর আইএএনএস-এর।

গেটস ফাউন্ডেশন প্রধান মার্ক সুজম্যান বলেন, “করোনাভাইরাস বিস্তারের গতি কমাতে বহুপক্ষীয় সংস্থা, সরকার, প্রাইভেট খাত এবং মানব উন্নয়ন সংস্থাগুলোকে অবশ্যই একসঙ্গে কাজ করা উচিত, যাতে দেশগুলো তাদের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারে এবং মহামারী ঠেকাতে জরুরী যন্ত্রাংশ বানাতে পারে।”

করোনাভাইরাস শনাক্তকরণ, ছড়ানো বন্ধ এবং আক্রান্তদের চিকিৎসায় তাৎক্ষণিকভাবে দুই কোটি মার্কিন ডলার তহবিল দেওয়া হবে বলে জানিয়েছে গেটস ফাউন্ডেশন।

ডব্লিউএইচও এবং মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মতো বহুপক্ষীয় সংস্থাগুলোতে দেওয়া হবে এই তহবিল।

ভাইরাসের ওষুধ তৈরি ও পরীক্ষা এবং চিকিৎসা আরও দ্রুত করতে ছয় কোটি মার্কিন ডলারের অনুদান দেবে গেটস ফাউন্ডেশন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৬ জনে। চীনের বাইরে মারা গেছেন আরও দু’জন।

কেবল চীনের মূল ভূখণ্ডেই নভেল বা নতেুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ১৬১। চীনের বাইরে আরও অন্তত ২৫টি দেশ ও অঞ্চলে আড়াইশ’র বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar