ad720-90

করোনাভাইরাস: চীনা বিক্রয়কেন্দ্র খুলতে সময় নেবে অ্যাপল


শুক্রবার অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে কর্পোরেট অফিস এবং কন্টাক্ট সেন্টারগুলো চালু করতে কাজ করা হলেও বিক্রয় কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

চলতি মাসের শুরুতে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, করোনাভাইরাসের কারণে চীনের সব বিক্রয় কেন্দ্র ও কার্যালয় ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে।

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “আমাদের কর্পোরেট অফিস এবং কন্টাক্ট সেন্টারগুলো ১০ ফেব্রুয়ারির সপ্তাহে পুনরায় খোলার জন্য আমরা কাজ করছি এবং আমাদের বিক্রয় কেন্দ্রগুলোও খোলার প্রস্তুতি নিচ্ছি।”

“বিক্রয় কেন্দ্র খোলার তারিখ চূড়ান্ত হলে আমরা আমাদের গ্রাহকদেরকে তা আপডেট করবো।”

স্মার্টফোন বিক্রির পাশাপাশি সরবরাহ চেইন এবং উৎপাদনের ক্ষেত্রে চীনের ওপর অনেকটা নির্ভরশীল অ্যাপল।

ইতোমধ্যে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০০২-০৩ সালে সার্স প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। কেবল শনিবারই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন। করোনাভাইরাসে এযাবৎ ৮১৩ জনের প্রাণ গেছে বলে জানানো হয়েছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar